মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জের লৌহজংয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃতরা হলো— রাজু (৩৭) ও মো. হামিদুল মিয়া (৩৪)।
মঙ্গলবার সকালে সকালে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন৷
র্যাব জানায়- তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন ছিল এবং পূর্বের রায় অনুযায়ী সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামি রাজু তিনি উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার মেঘা এর ছেলে৷ মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালত পেনাল কোড, ১৮৬০ এর ৩৩২ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। অপরদিকে আরেক আসামি একই এলাকার মো. আঃ মোতালেবের মো: হামিদুল (৩৪), তিনি রমনা মডেল থানার মামলা নং- ১(৬)১৫, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ) এর সাজা পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে৷