মো: মোশারফ পারভেজ সিয়াম
স্টাফ রিপোটার
হবিগঞ্জের মাধবপুরে আলোচিত বেসরকারি প্রতিষ্ঠান নিশান এনজিও কর্তৃক প্রায় ৫ হাজার গ্রাহকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্থ ফেরত ও আইনি ব্যবস্থার দাবিতে ভুক্তভোগী গ্রাহকরা সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে মাধবপুর মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকদের সংগঠন ‘ঐক্য পরিষদ’ এর ব্যানারে উপস্থিত গ্রাহক তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দপ্তরে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাননি।
ভুক্তভোগী গ্রাহক নয়ন হাসান বলেন, “আমরা ইউএনও, ডিসি এবং সমবায় কর্মকর্তাদের কাছে বারবার আবেদন করেছি, কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
এসময় আরেক গ্রাহক আফতাব আহমেদ বলেন, “অনেক গ্রাহক ক্ষতির শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। কেউ কেউ আত্মহত্যার কথাও ভাবছেন।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ১ আগস্টের মধ্যে যদি টাকা ফেরত না পাওয়া যায়, তবে অনেক গ্রাহক নিশান অফিসের সামনে বিষপান করে আত্মহত্যা করতে বাধ্য হবেন। এই দায় এনজিও মালিক পক্ষ ও প্রশাসনকেই নিতে হবে।”
তিনি আরও জানান, দাবিগুলো বাস্তবায়ন না হলে তারা সড়কে নেমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
ভুক্তভোগীদের বক্তব্যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকে এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তায় হতাশা প্রকাশ করেছেন।