আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৬ এএম

অনলাইন সংস্করণ

এ সম্পর্কিত আরও খবর

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র কর্মীকে কুপিয়েছে আওয়ামী লীগ নেতা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র কর্মীকে কুপিয়েছে আওয়ামী লীগ নেতা


মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মুন্সীগঞ্জের চরাঞ্চলে বিএনপি’র কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে । বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর বাংলাবাজার এলাকায় মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে বাংলাবাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি,সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজুলঁ মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গুরুত্বর আহত বিএনপি কর্মী নজু মোল্লা (৪৫) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি কর্মী নজু মোল্লা বলেন,নাডি নেওয়া কৃষি জমির পাশের ডোবা থেকে আমাকে না জানিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি, সদস্য নসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লা গংরা। আমার ডোবার মাছ আপনার কেন নিয়ে যাচ্ছেন এ কথা বলতেই আমার উপর অর্তিক হামলন চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় সদর থানার মামলার প্রস্তুতি চলছে।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল আলম বলেন,মারামারি বিষয়টি আমার যানা নেই বিষয়টি খোজ নিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।