
মোঃ জিহান
কক্সবাজারের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় র্যাব-১৫ একটি বিশেষ অভিযান চালিয়ে দুইজন অস্ত্র কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ০২ টি দেশীয় তৈরি এলজি ও ০৬ রাউন্ড ১২ বোরের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সাইমন মারমা (২৯), পিতা: চছিং মারমা, মাতা: হলাসাইনু মারমা, সাং: সোনাইছড়ি হেডম্যান পাড়া, ০৫ নং ওয়ার্ড, সোনাইছড়ি ইউনিয়ন, থানা: নাইক্ষ্যংছড়ি এবং আমিন উল্লাহ (২৭), পিতা: সৈয়দ হোসেন, মাতা: সৈয়দা বেগম, সাং: ইলিশিয়াপাড়া, ০৪ নং ওয়ার্ড, জুয়ারিয়ানালা ইউনিয়ন, থানা: রামু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র্যাব-১৫।