
মোঃ জিহান
চকরিয়া থানা পুলিশের অভিযানে ভূয়া নৌবাহিনী সদস্য পরিচয়দানকারী এক প্রতারক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ১৯ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০১:০০ ঘটিকায় চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ আনোয়ার শপিং সেন্টারের সামনে স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসের সামনে পাকা রাস্তা হতে নিম্নোক্ত ব্যক্তিদ্বয়কে গ্রেফতার করা হয়:
১। মোঃ মিজান (৩৬), পিতা-মৃত মোন্তাজ উদ্দিন, সাং-ভাটগাঁও, তাইনজাঙ্গা ইউনিয়ন, থানা-তারাইল, জেলা-কিশোরগঞ্জ; বর্তমানে শ্বশুর ইউনুস মণ্ডলের বাড়ি, বিষ্ণুপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
২। মৌসুমী বেগম প্রঃ মৌ (২৭), স্বামী- মোঃ মিজান, পিতা-মৃত নাছির উদ্দিন, মাতা- ফরিদা ইয়াছমিন ডলি, সাং-তিতাস সিনেমা মোড়, ঝাউতলা রোড, ৬ নম্বর ওয়ার্ড, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী।
উল্লেখিত আসামিদ্বয় নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে হাতে ওয়াকিটকি সেটসহ স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট ফটোগ্রাফির দোকান থেকে ক্যামেরা ভাড়া নেওয়ার চেষ্টা করে। কথাবার্তায় সন্দেহ হলে এবং অতীতে এ ধরনের প্রতারণার অভিযোগের সত্যতা স্বীকার করায় তাদের আটক করা হয়।
আসামী মোঃ মিজান এর কাছ থেকে উদ্ধারকৃত:
১টি কালো রঙের এন্টেনাবিহীন Motorola ওয়াকিটকি সেট (মডেল: AAH25KDH9AA6ANFD, FCC ID: AZ489FT3794, সিরিয়াল: 749HEJC275)
১টি Suzuki GIXXER 150 মোটরসাইকেল (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ল-২৪-৯৬৮৬) যার হেডলাইটের উপর পিবিআই মনোগ্রাম যুক্ত স্টিকার রয়েছে।
সিডিএমএস যাচাইয়ে মোঃ মিজান-এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে: ১। ঝিনাইদহ সদর: এফআইআর নং-৭, তারিখ- ০৭/১০/২০২৪
২। রাজবাড়ী সদর: এফআইআর নং-১৩/৪৬, তারিখ- ১০/০২/২০২১
৩। শিবচর, মাদারীপুর: এফআইআর নং-২/২, তারিখ- ০৫/০১/২০২১
৪। কুষ্টিয়া সদর: এফআইআর নং-১২, তারিখ- ০৭/০২/২০২৩
৫। পাবনা সদর: এফআইআর নং-২১/৭৮৬, তারিখ- ০৬/১১/২০২০
৬। তারাইল, কিশোরগঞ্জ: জি আর নং-৩১৯/২২, তারিখ- ০৩/১১/২০২২
উক্ত ঘটনায় চকরিয়া থানায় মামলা নং-৩৯/১৮৩, তারিখ- ১৯/০৪/২০২৫ইং, ধারা- ১৭০/৪০৬/১০৯ পেনাল কোড অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে নিয়মিত আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
—